স্থানীয় সরকার বিভাগ

উপজেলাঃ , জেলাঃ

স্মারক নং: Sat/up- 10604

TC No :   202510604

ওয়ারিশান সনদপত্র

তারিখ: 26-10-2025


এই মর্মে ওয়ারিশান সনদ পত্র প্রদান করা যাচ্ছে যে, ননী গোপাল সরকার, পিতাঃ মৃত হেমন্ত কুমার সরকার, গ্রামঃ হাটকালুপাড়া, ডাকঘরঃ হাটকালুপাড়া – ৬২৫০, উপজেলাঃ আত্রাই, জেলাঃ নওগাঁ। তিনি অত্র ০৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের হাটকালুপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। তিনি কোন প্রকার সমাজ ও রাষ্ট্র বিরোধী কাজের সাথে জড়িত নেই। আমার জানামতে নিম্ন বর্ণিত ওয়ারিশগণ বিদ্যমান আছেন।

ক্রমিক নং

নাম

সম্পর্ক

মন্তব্য

০১

নিহার রঞ্জন সরকার

পুত্র

০২

নিখিল চন্দ্র সরকার

পুত্র

আমার জানামতে উল্লিখিত ওয়ারিশগণ ব্যতিত তার আর কোন ওয়ারিশ নেই।


আমি সকলের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি। ।

Scroll to Top