স্থানীয় সরকার বিভাগ

উপজেলাঃ , জেলাঃ

স্মারক নং: Sat/up- 7742

TC No :   20257742

দূরারোগে আক্রান্ত সনদ পত্র

তারিখ: 24-02-2025


এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ আব্দুস সামাদ মোল্লা, পিতাঃ মৃত মোবারক আলী মোল্লা, মাতাঃ মৃত সূর্যভান, গ্রামঃ দ্বীপচাঁদপুর, ডাকঘরঃ হাটমোজাহারগঞ্জ-৬৫৯৭, উপজেলাঃ আত্রাই, জেলাঃ নওগাঁ। তিনি অত্র ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের দ্বীপচাঁদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। আমার জানামতে তিনি সমাজ ও রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত নাই। তার স্বভাব চরিত্র ভালো। বর্তমানে তিনি দূরারোগ্য রোগে আক্রান্ত। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি।


আমি তার দূরারোগ্য রোগ হতে মুক্তি ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করি। ।

Scroll to Top