স্থানীয় সরকার বিভাগ

উপজেলাঃ , জেলাঃ

স্মারক নং: Sat/up- 7838

TC No :   20257838

নির্ভরশীলতার প্রত্যয়ন পত্র

তারিখ: 04-03-2025


এই মর্মে প্রত্যয়ন প্রদান করা যাচ্ছে যে, শারমিন আক্তার, সহকারী শিক্ষক, সনলিয়া মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর, নওগাঁ। তার নিজ গ্রামঃ বান্দাইখাড়া, ডাকঘরঃ বান্দাইখাড়া- ৬৫৯৭, উপজেলাঃ আত্রাই, জেলাঃ নওগাঁ। তিনি অত্র ০৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডের বান্দাইখাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তার জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ নংঃ ৬৪১০৩৪২৭২৬৭৭৭। তার স্বভাব চরিত্র ভালো। আমি তাকে চিনি ও জানি। আমার জানামতে বৃদ্ধ পিতা মোঃ আব্দুস শুকুর সরদার তার কন্যা শারমিন আক্তার এর উপর সম্পূর্নরুপে নির্ভরশীল। তিনি কোন প্রকার সমাজ ও রাষ্ট্র বিরোধী কাজের সাথে জরিত না।


আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ।

Scroll to Top