
স্থানীয় সরকার বিভাগ
উপজেলাঃ , জেলাঃ
স্মারক নং: Sat/up- 8951

প্রত্যয়ন পত্র
তারিখ: 24-06-2025
এই মর্মে প্রত্যয়ন প্রদান করা যাচ্ছে যে, ০৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ, আত্রাই, নওগাঁ তে অবস্থিত নওগাঁ পবিস-১ এর আত্রাই জোনাল অফিসের বান্দাইখাড়া অভিযোগ কেন্দ্র। কিন্তু অত্র এলাকা হতে নওগাঁ পবিস-১ এর আত্রাই অফিস প্রায় ২০ কিলোমিটার দূরে অবিস্থত। যার ফলে অত্র এলাকার সাধারণ জনগণকে প্রতিনিয়ত বিভিন্ন কার্যক্রমের জন্য ভোগান্তির মধ্যে পরতে হয়। কিন্তু বান্দাইখাড়া অভিযোগ কেন্দ্রটি অত্র এলাকা হতে মাত্র ৪-৫ কিলোমিটার দূরে অবস্থিত। অত্র বান্দাইখাড়া অভিযোগ কেন্দ্র হতে ০৮ নং হাটকালুপাড়া ইউনিয়নসহ পার্শবর্তী কালিকাপুর, মিরাট, কসব ও বিষ্ণপুর ইউনিয়নের কিছু অংশের অভিযোগ সমাধান করা হয়। যদি আত্রাই, মান্দা ও রাণীনগর থানার কিছু অংশ নিয়ে বান্দাইখাড়াতে একটি সাব-জোনাল অফিস তৈরি করা হয় তাহলে অত্র এলাকাদ্বয়ের মানুষ খুব সহজে সেবা পাবে এবং কার্যের ভোগান্তি অনেক অংশে কমে যাবে। উক্ত প্রস্তাবনাটি যুক্তিযুক্ত। তাই উক্ত বিষয়টির জন্য সুপারিশসহ প্রত্যয়ন পত্র প্রদান করা হলো।
আমি সকলের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি। ।