স্থানীয় সরকার বিভাগ

উপজেলাঃ , জেলাঃ

স্মারক নং: Sat/up- 10631

TC No :   202510631

প্রত্যয়ন পত্র

তারিখ: 27-10-2025


এই মর্মে প্রত্যয়ন প্রদান করা যাচ্ছে যে, মোঃ ঈসা, পিতাঃ মোঃ হাবিবুর রহমান, মাতাঃ মরিয়ম বেগম, জন্ম তারিখঃ ০১/০১/২০০৪ খ্রিঃ, গ্রামঃ পাহাড়পুর, ডাকঘরঃ হাটমোজাহারগঞ্জ- ৬৫৯৭, উপজেলাঃ আত্রাই, জেলাঃ নওগাঁ।  তিনি অত্র ০৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ডের পাহাড়পুর গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি ও  জানি। তিনি কোন প্রকার সমাজ ও রাষ্ট্র বিরোধী কাজের সাথে জড়িত নেই। আমার জানামতে উক্ত ব্যক্তির জন্ম নিবন্ধন অনলাইনে লিপিবদ্ধ করা হয় নি। সুতরাং আমি তার নতুন জন্ম নিবন্ধন প্রস্তুত করার জন্য সুপারিশসহ প্রত্যয়ন প্রদান করছি।


আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ।

Scroll to Top