
স্থানীয় সরকার বিভাগ
উপজেলাঃ , জেলাঃ
স্মারক নং: Sat/up- 8662

প্রত্যয়ন পত্র
তারিখ: 22-05-2025
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভূক্ত হাটকালুপাড়া গ্রামের চরকতলা নামক স্থানে “ একটি মন্দির রয়েছে। আমার জানামতে তথ্যটি সত্য ও বাস্তব। উক্ত মন্দিরের উন্নয়নের জন্য একটি মন্দির কমিটি রয়েছে। মন্দিরটির উন্নয়নের লক্ষ্যে একটি ব্যাংক হিসাব খোলা প্রয়োজন। তাই ব্যাংক হিসাব খোলার জন্য আমি সুপারিশ করছি। আমার জানামতে মন্দির কমিটির সদস্যগণ সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজের সাথে জড়িত নহে।
আমি মন্দিরটির উত্তোরত্তর উন্নতি কামনা করছি। ।