
স্থানীয় সরকার বিভাগ
উপজেলাঃ , জেলাঃ
স্মারক নং: Sat/up- 8665

প্রত্যয়ন পত্র
তারিখ: 22-05-2025
এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, মোঃ হাসিমুজ্জামান তার আইডি নং ৭৭৮৩৭৪২৬২৫, পিতা মৃত ইসমাইল হোসেন, মাতা মৃত মোছাঃ আমেনা, গ্রাম : বড়শিমলা, ডাকগর : হাটমোজাহারগঞ্জ, উপজেলা : আত্রাই, জেলা : নওগাঁ। তিনি আমার ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা এবং একজন পরিশ্রমী কৃষি শ্রমিক। শ্রমিক হিসাবে দীর্ঘদিন যাবৎকৃষি খাতে নিয়োজিত রয়েছেন। তিনি স্থানীয় বিভিন্ন কৃষি জমিতে ধান,গম,শাক সবজি ইত্যাদি চাষাবাদে নিয়মিত ভাবে শ্রম দিয়ে থাকেন। স্থানীয় কৃষকদের নিকট তিনি একজন দক্ষ,বিশ্বস্ত,অভিজ্ঞ কৃষি শ্রমিক হিসাবে পরিচিত। তার আয়ের প্রধান উৎস কৃষিকাজ। তিনি এই পেশার মাধ্যমে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করে থাকেন।
আমি তার পরিবারের সার্বক্ষনিক মঙ্গর কামনা করি। ।