স্থানীয় সরকার বিভাগ
উপজেলাঃ , জেলাঃ
স্মারক নং: Sat/up- 10729
বিদ্যুৎ সংযোগের জন্য প্রত্যয়ন পত্র
তারিখ: 03-11-2025
এই মর্মে প্রত্যয়ন প্রদান করা যাচ্ছে যে, মোসাঃ রেশমী খাতুন , পিতাঃ মোঃ রতন আলী প্রাং, মাতাঃ মোসাঃ রেনু বেগম, জাতীয় পরিচয়পত্র নংঃ ৯১২২০২০৭১৩, গ্রামঃ হাটুরিয়া, ডাকঘরঃ বান্দাইখাড়া- ৬৫৯৭, উপজেলাঃ আত্রাই, জেলাঃ নওগাঁ। তিনি অত্র ০৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের হাটুরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা । তার স্বভাব চরিত্র ভাল । আমার জানামতে তিনি সমাজ ও রাষ্ট্রবিরোধী কোন প্রকার কাজের সাথে জড়িত নন। উল্লিখিত ব্যক্তির হাটুরিয়া গ্রামে পৈত্রিক সম্পত্তির উপর একটি “বাড়ী” রয়েছে। সে “বাড়ী” -তে কোন বিদ্যুৎ সংযোগ নাই। সুতরাং উক্ত “বাড়ী” -তে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সুপারিশ করা হলো। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি।
আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ।