
স্থানীয় সরকার বিভাগ
উপজেলাঃ , জেলাঃ
স্মারক নং: Sat/up- 7795

ভোটার সংশোধন সংক্রান্ত প্রত্যয়ন পত্র
তারিখ: 27-02-2025
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, রিনা বিবি, পিতা মোঃ হামেদ আলী মন্ডল, মাতা মোছাঃ রেহেনা বিবি, গ্রাম : চকশিমলা, ডাকঘর : হাটকালুপাড়া-৬২৫০, উপজেলা : আত্রাই, জেলা :নওগাঁ। তিনি অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ডের চকশিমলা গ্রামের স্থায়ী বাসিন্দা। তার জাতীয় পরিচয় পত্রে তার নাম ভুল বশত: মোছাঃ রিনা বিবি লিপিবদ্ধ হয়েছে। সুতরাং তার জাতীয় পরিচয় পত্র তার জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী সংশোধন হয়ে তার নাম রিনা বিবি (RINA BIBI) হওয়া প্রয়োজন। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি।
আমি তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি। ।