
স্থানীয় সরকার বিভাগ
উপজেলাঃ , জেলাঃ
স্মারক নং: Sat/up- 7877

ভোটার সংশোধন সংক্রান্ত প্রত্যয়ন পত্র
তারিখ: 06-03-2025
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোসাঃ নারগিস আক্তার, পিতা- মোঃ নজরুল ইসলাম মন্ডল, মাতা- মোছাঃ দেলেরা বিবি, জাতীয় পরিচয়পত্র নংঃ ৫৫৩৩২৪৯৮৯১, জন্ম তারিখঃ ১০/০৯/১৯৭০ খ্রিঃ, গ্রামঃ হাটুরিয়া, ডাকঘরঃ বান্দাইখাড়া- ৬৫৯৭, উপজেলাঃ আত্রাই, জেলাঃ নওগাঁ। তিনি অত্র ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের হাটুরিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তার জন্ম নিবন্ধনে নাম মোছাঃ নার্গিস আরা বেগম (Mst Nargis Ara Begum) লিপিবদ্ধ রয়েছে। কিন্তু তার জাতীয় পরিচয় পত্রে নাম ভুল বশত: মোসাঃ নারগিস আক্তার (Mst Nargis Akter) লিপিবদ্ধ হয়েছে। যা তার জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী সংশোধন হওয়া প্রয়োজন। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি।
আমি তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি। ।