স্থানীয় সরকার বিভাগ
উপজেলাঃ , জেলাঃ
স্মারক নং: Sat/up- 10997
জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত প্রত্যয়ন পত্র
তারিখ: 12-11-2025
এই মর্মে প্রত্যয়ন প্রদান করা যাচ্ছে যে, মোঃ আবেদ আলী সরদার, পিতাঃ বলি সরদার, মাতাঃ মোছাঃ আইজান বিবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ নংঃ ১৪৮৩৫৭৭২৬৬, জন্ম তারিখঃ ১১/১০/১৯৭০ খ্রিঃ, গ্রামঃ চকশিমলা, ডাকঘরঃ হাটকালুপাড়া- ৬২৫০, উপজেলাঃ আত্রাই, জেলাঃ নওগাঁ। তিনি অত্র ০৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ডের চকশিমলা গ্রামের স্থায়ী বাসিন্দা। বলি সরদার ওরফে কলি সরদার একই ব্যক্তি। কিন্তু তার জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার সময় ভুলবশত পিতার নামঃ কলি সরদার লিপিবদ্ধ হয়ে গেছে যা উপযুক্ত কাগজপত্র অনুযায়ী সংশোধন হওয়া প্রয়োজন। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। আমি তার জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সুপারিশসহ প্রত্যয়ন প্রদান করছি।
আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ।