
স্থানীয় সরকার বিভাগ
উপজেলাঃ , জেলাঃ
স্মারক নং: Sat/up- 9462

মৃত্যুর প্রত্যয়ন
তারিখ: 30-07-2025
এই মর্মে প্রত্যয়ন প্রদান করা যাচ্ছে যে, মৃত নারগিস বিবি, পিতাঃ মোঃ নসের আলী, মাতাঃ মোছাঃ সালেহা বিবি, স্বামীঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, গ্রামঃ চকশিমলা, ডাকঘরঃ হাটকালুপাড়া- ৬২৫০, উপজেলাঃ আত্রাই, জেলাঃ নওগাঁ। তিনি অত্র ০৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ডের চকশিমলা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি গত ২৩/০৭/২০২৫ খ্রিঃ তারিখে হার্ট স্ট্রোক করে মৃত্যু বরণ করেন। যা অত্র ইউনিয়নের মৃত্যু নিবন্ধন রেজিষ্টার নং- ০৫, পাতা নং- ৮২ ও সিরিয়াল নং- ১৬৮২ তে লিপিবদ্ধ আছে। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনিতাম ও জানিতাম।
আমি মৃতের আত্মার মাগফিরাত কামনা করছি। ।